গাঙ চিলকে পরিবেশে মুক্ত করে দেওয়া হল
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- দিন ১০ আগে চিনা মাঞ্জা সুতোয় আহত হয়েছিল একটি গাঙ চিল। চিলটিকে নিজের কাছে রেখে সেবা শুশ্রষা করেন পরিবেশ কর্মী দেবাশীষ সাঁতরা। অবশেষে বৃহস্পতিবার চিলটিকে পরিবেশে মুক্ত করে দিল দেবাশীষ।
জানা গেছে কৌশিকী অমাবস্যার দিন চিনা মাঞ্জা সুতোয় গাঙ চিলটি আহত হয়েছিল। চিলটিকে উদ্ধার করেছিলেন উলুবেড়িয়ার বাসিন্দা ধনঞ্জয় দে। পরে পরিবেশ কর্মী দেবাশীষ সাঁতরা চিলটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান। পরে বন দপ্তরের অনুমতি নিয়ে চিলটিকে শুশ্রষা করে বৃহস্পতিবার পরিবেশে মুক্ত করে দেন। এদিন দেবাশীষ সাঁতরা জানান মাঞ্জা সুতোয় চিলটির ডানা ও পায়ে গভীর ক্ষত হয়েছিল। চিলটি উড়তে পারছিলনা। আমি চিলটিকে সুস্থ করে আজ পরিবেশে মুক্ত করে দিলাম।