হাওড়া গ্রামীন জেলা জুড়ে আরজিকর কান্ডের প্রতিবাদ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- আরজিকর কান্ডে দোষীদের ফাঁসির দাবিতে শনিবারের পর রবিবারেও প্রতিবাদের পথে হাঁটল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। এদিন হাওড়া গ্রামীন জেলার বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিলের পাশাপাশি ধরনা মঞ্চ থেকে প্রতিবাদ জানান তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এদিন বিকালে উলুবেড়িয়া দক্ষিন বিধানসভা কেন্দ্রের কুলগাছিয়া সুপার মার্কেটে ধরনা মঞ্চে হাজির থেকে আরজিকর কান্ডে দোষীদের ফাঁসির দাবিতে সরব হন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়।
এদিন কুলগাছিয়ার পাশাপাশি উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের উলুবেড়িয়া মহকুমাশাসকের অফিসের পাশে ধরনা মঞ্চে ও উপস্থিত ছিলেন মন্ত্রী পুলক রায়। এদিন এই ধরনা মঞ্চ থেকে দোষীদের শাস্তির দাবি জানান উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস।
অন্যদিকে এদিন বাগনানের মানকুর মোড় থেকে বাগনান বাসস্ট্যান্ড পর্যন্ত প্রতিবাদ মিছিলে কয়েক হাজার মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। পরে বাগনান বাসস্ট্যান্ডের ধরনা মঞ্চে বক্তব্য রাখেন হাওড়া গ্রামীন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক অরুনাভ সেন। এদিন উলুবেড়িয়া বাগনানের পাশাপাশি শ্যামপুর, আমতা, উদয়নারায়নপুরে প্রতিবাদ মিছিলের পাশাপাশি ধরনা মঞ্চ থেকে দোষীদের ফাসি ও শাস্তির দাবি জানানো হয়। এদিন উলুবেড়িয়া গঙ্গরামপুর মোড় থেকে গরুহাটা মোড় পর্যন্ত মহা মিছিল হয়। মিছিলে সর্বস্তরের মানুষ প্রদিবাদে সামিল হয়।