দুটি বিষধর কেউটে সাপ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- প্রাথমিক বিদ্যালয়ের কিছুটা দূর থেকে উদ্ধার হল দুটি বিষধর কেউটে সাপ । আর নিরাপদ দূরত্ব বজায় রেখে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সেই কেউটে সাপ উদ্ধার পর্যবেক্ষন করল ছাত্রছাত্রীরা।
জানা গেছে বুধবার বাগনান ২ নং ব্লকের রবিভাগ পশ্চিমপাড়ার বাসিন্দা রাজু ধাড়া খালে মাছ ধরার জন্য মুগরী পেতেছিলেন। সেই মুগরীতেই দুটি বিষধর কেউটে সাপ আটকে পড়ে। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দা রঞ্জিত জানা এবং কুন্তল ধাড়া বন্যপ্রান উদ্ধারকারী চিত্রক প্রামানিককে বিষয়টি জানান। এরপর চিত্রক, সুমন্ত দাস, রঘুনাথ মান্না ও সুপ্রকাশ আদক ঘটনাস্থলে পৌছে সাপ দুটিকে উদ্ধার করে।
এদিকে সাপ উদ্ধারের বিষয়টি পর্যবেক্ষন করে রবিভাগ পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। পরে বন্যপ্রান উদ্ধারকারীদের সঙ্গে ছবি তোলে ও অটোগ্রাফ সংগ্রহ করে ছাত্রছাত্রীরা।