উলুবেড়িয়ায় বিজেপির ডাকা ১২ ঘন্টার বাংলা বনধ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে ছাত্রদের উপর পুলিশের আক্রমণ এবং রাজ্যের মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে বুধবার বিজেপি ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দিয়েছে। এদিনের এই বনধে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিল হাওড়া গ্রামীণ জেলায়। এদিন সকাল থেকেই বিজেপি কর্মী সমর্থকরা দফায় দফায় রেল, রাস্তা অবরোধের পাশাপাশি প্রতিবাদ মিছিল বের করে।
এদিন সকালে বিজেপি কর্মী সমর্থকরা দক্ষিণ পূর্ব রেলের বাগনান ষ্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ থাকায়। তবে এই বিক্ষোভ কয়েক মিনিটের হয়। অন্যদিকে এদিন ফুলেশ্বর ষ্টেশনে রেল অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। এদিনের এই রেল অবরোধে নেতৃত্ব দেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি অরুণ উদয় পাল চৌধুরী, সহসভাপতি রমেশ সাধুখা সহ অন্যান্যরা। এদিন প্রায় আধঘন্টা এই রেল অবরোধে দূর্ভোগে পড়ে নিত্যযাত্রীরা। এদিন বিজেপির কর্মী সমর্থকরা দফায় দফায় ১৬ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।যদি সব জায়গায় পুলিশ কয়েক মিনিটের মধ্যেই অবরোধ তুলে দেয়।
এদিন উলুবেড়িয়ার পাশাপাশি শ্যামপুর, আমতায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। তবে সব জায়গায় পুলিশি তৎপরতায় বিক্ষোভ বেশীক্ষন স্থায়ী হয়নি। এদিন বনধে গ্রামীণ জেলার বিভিন্ন জায়গায় দোকানপাট, বাজার খোলা থাকার পাশাপাশি স্কুল কলেজ অফিস আদালতে উপস্থিতির হার ছিল স্বাভাবিক। এমনকি রাস্তাঘাটে যান চলাচল ও স্বাভাবিক ছিল। যদিও বিজেপি নেতৃত্বের দাবি এদিনের বাংলা বনধ সর্বাত্মক হয়েছে।