শ্রীলঙ্কায় আর্ন্তজাতিক যোগাসন প্রতিযোগিতায় জোড়া পদক সুস্মিতার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪. উলুবেড়িয়া- শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক আর্ন্তজাতিক যোগাসন প্রতিযোগিতায় অংশ নিয়ে বৃহস্পতিবার সিনিয়র “এ “ বিভাগে আর্টিস্টিক যোগাসনে সোনার পদক এবং ট্রাডিশনাল যোগাসনে রুপোর পদক জিতল উদয়নারায়নপুরের সুস্মিতা দেবনাথ। শনিবার রাতে কলম্বো থেকে বাড়ি ফিরবে বলে জানায় উদয়নারায়নপুরের মাধবীলতা মহাবিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন বিভাগের চতূর্থ সেমিস্টারের ছাত্রী সুস্মিতার।
নিজের এই সাফল্য খুশী সুস্মিতা জানায় ২০৩৬ সালে অলিম্পিকে যোগাসন যোগ হচ্ছে। সেই প্রতিযোগিতায় নিজে অংশ নেওয়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের অংশ গ্রহন করানোর পরিকল্পনা আছে। প্রসঙ্গত গত ২১ থেকে ২৪ আগষ্ট শ্রীলঙ্কার কলম্বোয় এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতার আসর বসেছে। প্রতিযোগিতায় ২৬ টি দেশ থেকে প্রতিযোগীরা অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় সিনিয়র “ এ “ বিভাগের ট্রাডিশন্যাল এবং আর্টিস্টিক যোগাসন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল সুস্মিতা। আর বৃহস্পতিবার প্রতিযোগিতায় নেমে সাফল্য মেলে তার।