আনন্দ ভবন ডেফ এন্ড ব্লাইন্ড স্কুলকে ই-রিক্সা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- শনিবার উলুবেড়িয়ার জগৎপুরের আনন্দ ভবন ডেফ এন্ড ব্লাইন্ড বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে জেলা পরিষদের পক্ষ থেকে একটি ই-রিক্সা তুলে দেওয়া হল। এদিনের এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ই-রিক্সা তুলে দেন হাওড়া জেলা পরিষদের শিক্ষা কর্মাধক্ষ্য সুলেখা পাঁজা। সুলেখা পাঁজা জানান হাওড়া জেলা পরিষদের পক্ষ থেকে জেলার তিনটি সরকার পোষিত এই ধরনের বিশেষ বিদ্যালয়ের হাতে একটি করে ই-রিক্সা তুলে দেওয়া হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় দাস জানান আমাদের বিদ্যালয়ে ৮০ জন আবাসিক বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়া থাকে। এতদিন বিদ্যালয়ের নিজস্ব কোন যানবাহন না থাকায় পড়ুয়াদের চরম সমস্যার মুখে পড়তে হত। আজ এটা পাওয়ায় অত্যন্ত জরুরী একটা প্রয়োজন মিটল।