বেশী করে গাছ লাগান- মন্ত্রী পুলক রায়
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- পরিবেশ বাঁচাতে হলে বেশী বেশী করে গাছ লাগাতে হবে। সরকারি পর্যায়ে বেশী করে গাছ লাগানোর চেষ্টা করা হচ্ছে বলে জানালেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। বৃহস্পতিবার শ্যামপুরের গড়চুমুক পর্যটন কেন্দ্রে হাওড়া বনবিভাগ এবং হাওড়া জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত বনমহোৎসবে যোগ দিতে এসে এই কথা বলেন মন্ত্রী পুলক রায়। এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রী পুলক রায় নিজের হাতে বৃক্ষরোপণ করেন। তিনি অভিযোগ করেন রাজ্যে একশো দিনের কাজ বন্ধ থাকায় বৃক্ষরোপণ কর্মসূচী ব্যাহত হচ্ছে। যদি একশো দিনের কাজ হত তাহলে অনেক বেশী গাছ লাগানো যেত।
এদিন মন্ত্রী পুলক রায় গাছ লাগানোর পাশাপাশি গাছগুলি লাগানোর পর সেগুলি পরিচর্যা ও রক্ষনাবেক্ষনের উপর জোর দিতে বলেন। এদিন তিনি বন্যপ্রান বিশেষ করে বাঘরোল রক্ষা করার বার্তা দেন। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলাশাসক পি দিপাপপ্রিয়া, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য্য, বিধায়ক অরুনাভ সেন, বিধায়ক নির্মল মাজি, মহকুমাশাসক মানস কুমার মন্ডল সহ অন্যান্যরা। অনুষ্ঠানে ৫ জন পরিবেশকর্মী ও বন্যপ্রান সংরক্ষনকারীকে সম্মানিত করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরন করা হয়।