উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে শহীদ দিবসের প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- ২১ জুলাই এর সমাবেশকে দিদি ঐতিহাসিক করার ডাক দিয়েছেন। আর এই সমাবেশকে ঐতিহাসিক করার দায়িত্ব আমাদের সকলের। সেই দায়িত্ব আমাদের সকলকে ভাগ করে নিতে হবে। শনিবার বিকেলে উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে হাওড়া গ্রামীন জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত শহীদ দিবসের প্রস্তুতি সভায় এইভাবে দলের নেতা কর্মীদের বার্তা দিলেন তৃণমূল নেতৃত্ব। এদিনের এই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়, তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য্য, বিধায়ক অরুনাভ সেন, বিধায়ক নির্মল মাজি, বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক প্রিয়া পাল, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, হাওড়া গ্রামীন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায় সহ অন্যান্যরা।
এদিন মন্ত্রী পুলক রায় দলের নেতা কর্মীদের বলেন ২১ জুলাই হাওড়া গ্রামীন জেলার ৮টি বিধানসভা থেকে ১ লক্ষ মানুষ ধর্মতলায় যাবেন। তিনি বলেন ইতিমধ্যে শহীদ দিবসকে সামনে রেখে ১৫ থেকে ২০ জুলাই এর মধ্যে প্রতিটি অঞ্চলে ২টি করে এবং প্রতিটি ওয়ার্ডে ১ টি করে পথসভা করতে হবে। এদিন মন্ত্রী বলেন শুক্রবার বিধানসভা উপনির্বাচনের ফলাফলে রাজ্যের ৪টি আসনেই তৃণমূল জয়লাভ করেছে। আর এই উপনির্বাচনের ফলাফল দিক নির্দেশ করে দিয়েছে যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল আবার ক্ষমতায় আসছে।