দুবাইতে আর্ন্তজাতিক যোগাসন প্রতিযোগিতায় তিনটি সোনার পদক উদয়নারায়নপুরের সুস্মিতার

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উদযনারায়বপুর- দুবাইয়ে আর্ন্তজাতিক যোগাসন প্রতিযোগিতায় তিনটি সোনার পদক জিতল উদয়নারায়নপুরের সুস্মিতা দেবনাথ। গত ২৫ জুন থেকে ২৭ জুন পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইতে তৃতীয় এশিয়ান যোগাসন স্পোর্টস কাপ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল উদয়নারায়নপুরের মাধবীলতা মহাবিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন বিভাগের চতূর্থ সেমিস্টারের ছাত্রী সুস্মিতা দেবনাথ অংশ নিয়েছিল। আর প্রতিযোগিতায় অংশ নিয়ে ট্রিডিশনাল, রিদিমিক এবং আর্টিস্টিক বিভাগে সোনার পদক জিতল সুস্মিতা। পাশাপাশি ১৮ থেকে ২১ বিভাগে চ্যাম্পিয়ান অফ চ্যাম্পিয়ান বিভাগে ফার্স্ট রানার আপ ও হয় সুস্মিতা।

ছোটবেলা থেকেই যোগাসনের প্রতি ঝোঁক সুস্মিতার। এই যোগাসনকেই প্রাত্যহিক জীবনে অভ্যাসে পরিনত করেছে সে। বর্তমানে নিজের যোগাসন স্কুলে ১০০ জনকে নিয়মিত যোগাসন শেখায় সুস্মিতা। আগামী ১ জুলাই সুস্মিতা দেশে ফিরবে। সুস্মিতার এই সফল্যে খুশী তার মা বাবা আত্মীয় পরিজনরা।

প্রসঙ্গত গত বছর উত্তরাখন্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন যোগাসন  স্পোর্টস ভারত আয়োজিত ন্যাশানাল যোগাসন প্রতিযোগিতায় আর্টিস্টিক বিভাগে সোনা, ট্রাডিশনাল বিভাগে রুপো এবং আর্টিস্টিক বিভাগে ব্রোঞ্জ  পদক জিতেছিল সুস্মিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *