উদয়নারায়নপুরে ২৫কোটি টাকায় ১৮টি ঢালাই সেতু

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উদয়নারায়নপুর- বন্যায় উদয়নারায়নপুরে মজা দামোদরের উপরে থাকা ১৮টি সেতু ভেঙে গিয়েছিল। সেই সময়ে সাময়িকভাবে কাঠের সেতু তৈরী করে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছিল। আর এবার সেইসব কাঠের সেতুর পরিবর্তে ওইসব জায়গায় ঢালাই সেতু তৈরী করা হচ্ছে। প্রশাসন সূত্রে খবর ওয়েস্ট বেঙ্গল মেজর ইরিগেশন অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট প্রকল্পে উদয়নারায়নপুরে বন্যা নিয়ন্ত্রনের যে কাজ চলছে সেই কাজেই এই ঢালাই সেতু তৈরী হচ্ছে।

উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা বলেন ৯ বছর আগে বন্যায় এইসব সেতু ভেঙে গিয়েছিল। কাঠের সেতু তৈরী করে মানুষের সমস্যা দূর করা হয়েছিল। আর এখন সেইসব কাঠের সেতুর পরিবর্তে ঢালাই সেতু তৈরী করা হচ্ছে। সমীর পাঁজা জানান সেতুগুলি তৈরী করতে খরচ হবে ২৫ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *