উলুবেড়িয়া পুরসভার কাজের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি,হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- পুরসভা এলাকার নাগরিকদের ভালো পানীয় জল পরিষেবা দেওয়া এবং হাউস ফর অল প্রকল্পে ভালো কাজের জন্য উলুবেড়িয়া পুরসভার কাজের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সোমবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে উলুবেড়িয়া পুরসভাকে দরাজ শংসাপত্র দিলেন তিনি। উলুবেড়িয়া পুরসভা সূত্রে জানা গেছে ইতিমধ্যে পুর এলাকায় ১৫ হাজার বাড়ি তৈরীর কাজ শেষ। ২০২৪-২৫ অর্থ বর্ষে আরোও ৫ হাজার ৭০০ বাড়ি তৈরী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
অন্যদিকে উলুবেড়িয়া পুরসভার জগদীশপুরে একটি জল প্রকল্প আছে। যেখান থেকে প্রতিদিন ১৪ মিলিয়ন গ্যালন জল সরবরাহ হয়। বর্তমানে পুরসভার ১৪টি উচ্চ জলাধারের মাধ্যমে ৩২ টি ওয়ার্ডের ৭৪ হাজার ৪০০ পরিবারে পানীয় জল সরবরাহ করা হয়। তবে চেঙ্গাইল বাউড়িয়ার দিকে কিছুটা জলের সমস্যা থাকায় আরোও ২টি ভূগর্ভস্থ জলাধার এবং আরোও ৩টি উচ্চ জলাধার নির্মান করা হবে। অন্যদিকে পুরসভার এই সাফল্য প্রসঙ্গে উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস এবং ভাইস চেয়ারম্যন ইনামুর রহমান জানান এটা উলুবেড়িয়া নাগরিকদের জয়। এই জয় উলুবেড়িয়া পুরসভার টিমের পাশাপাশি রাজ্যের মন্ত্রী পুলক রায়ের জয়। আমাদের এই সাফল্যের জন্য আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং উলুবেড়িয়ার মানুষের কাছে কৃতজ্ঞ।