বাগনানে রাইস মিলে বয়লার বিস্ফোরণে ৮ শ্রমিক আহত
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- রাইস মিলের বয়লার বিস্ফোরণে আহত হল ৮ শ্রমিক। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বাগনানের মাদারি এলাকায়। জানা গেছে এদিন সকাল ১১ টা নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে দূর্ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার পুলিশ ও দমকলের ২টি ইঞ্জিন। দূর্ঘটনার পর আহতদের উদ্ধার করে বাগনান গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের মধ্যে ২ মহিলা সহ ৩ জনকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে স্থানানতরিত করা হয়। দমকলের প্রাথমিক অনুমান বয়লারে অত্যাধিক তাপ তৈরী হওয়ার কারণেই এই বিস্ফোরণ।
পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে এদিন দূর্ঘটনার সময় বয়লারের কাছে ১০ জন শ্রমিক কাজ করছিলেন। আমচকাই বয়লার বিষ্ফোরণ হয়। সেখানে থাকা শ্রমিকরা চারিদিকে ছিটকে পড়েন। এদিকে বয়লার বিস্ফোরণের আওয়াজ শোনার পরেই কারখানায় কাজ করা অন্য শ্রমিকরা ছুটে আসেন। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদিকে বয়লার বিস্ফোরণের শব্দে আশেপাশের অধিকাংশ বাড়ির কাঁচ ভেঙে যায়। কয়েকটি বাড়ির দেওয়ালে ফাটল দেখা দেয়। আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে বাসিন্দারা। অন্যদিকে এদিন দুপুরে আহতদের দেখতে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে যান রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। তিনি আহতদের ও তাদের পরিবারের লোকেদের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন।