পেপার মিলের ড্রেন পরিস্কার করতে নেমে শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- বাগনান থানার ঘোড়াঘাটা বরুন্দায় পেপার মিলের ড্রেন পরিস্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে মৃত্যূ হল এক শ্রমিকের। পুলিশ সূত্রে জানা গেছে মৃত শ্রমিকের নাম তরুন দাস (৪৮)। বাড়ি বাগনান থানার বাকুড়দহ গ্রামে। বাগনান থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সকাল ৯ টা নাগাদ ঘোড়াঘাটার বরুন্দায় টিস্যু পেপার মিলের ৪ জন শ্রমিক মিলের হাই ড্রেন পরিস্কার করতে নামে। স্থানীয় সূত্রে খবর ড্রেনে নামার পরেই ড্রেনের ভিতরের বিষাক্ত গ্যাসে ৪ জন শ্রমিকই অসুস্থ হয়ে পড়ে। ৩ জন শ্রমিক কোনরকমে ওপরে উঠতে পারলেও তরুন দাস নামে ওই শ্রমিক ভিতরে সংজ্ঞাহীন হয়ে পড়েন।
পরে দমকল বিভাগের কর্মীরা গ্যাস কাটার দিয়ে ড্রেনের ওপরের অংশ কেটে আশঙ্কাজনক অবস্থায় তরুন দাসকে উদ্ধার করে। পরে ৪ জন শ্রমিককে বাগনান গ্রামীণ হাসপাতালে গিয়ে গেলে চিকিৎসক তরুন দাসকে মৃত বলে ঘোষনা করেন। হাওড়া গ্রামীন জেলা পুলিশের এক কর্তা জানান কারখানার ড্রেন পরিস্কার করার সময় একজন ব্যাক্তির মৃত হয়েছে। মৃতদেহটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।