ঘূর্নিঝড়ের মোকাবিলায় সর্তক হাওড়া জেলা প্রশাসন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- রবিবার মাঝ রাতে দক্ষিন ২৪ পরগনার সাগর উপকূল এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে ঘূর্নিঝড় রেমালের ল্যান্ডফল হওয়ার সম্ভবনা। আর এই ঘূর্নিঝড়ের প্রভাবে হাওড়া জেলাতেও প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভবনা থাকছে। জেলা প্রশাসন সূত্রে খবর ঘূর্নিঝড় মোকাবিলায় সবরকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। রবিবার ও সোমবার বিভিন্ন ব্লকের আধিকারিক ও কর্মীদের অফিসেই থাকতে বলা হয়েছে। মানুষদের সর্তক করতে মাইকিং শুরু হয়েছে। ঘূর্নিঝড়ের সর্তকতায় রবিবার ও সোমবার জেলার সব ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন জায়গায় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে পাঠানো হয়েছে। সিভিল ডিফেন্সকে তৈরী রাখা হয়েছে।
অন্যদিকে উলুবেড়িয়া ১ নং ব্লকের হীরাপুর, কালীনগর এবং ধূলাসিমলা গ্রাম পঞ্চায়েত এলাকা , শ্যামপুর ১ নং ব্লকের ডিঙাখোলা, বেলাড়ি, বাণেশ্বরপুর ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকা এবং শ্যামপুর ২ নং ব্লকের ডিহিমন্ডলঘাট ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার নদী তীরবর্তী এলাকায় যারা বসবাস করেন তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় বাছাই করে রাখা হয়েছে। এলাকার মৎসজীবিদের নদীতে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্নিঝড়ের সর্তকতায় শনিবার বিভিন্ন নদী তীরবর্তী এলাকায় প্রচার করেন উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও রিয়াজুল হক এবং শ্যামপুর ১ নং ব্লকের বিডিও তন্ময় কার্জী।