শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ীর ১০৫ তম প্রতিষ্ঠা দিবস
উলুবেড়িয়া- মঙ্গলবার থেকে শতাব্দী প্রাচীন উলুবেড়িয়ার শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ীর ১০৫ তম প্রতিষ্ঠা দিবসের উৎসব শুরু হল। মঙ্গলবার ভোর ৪টের সময় মা আনন্দময়ীর মঙ্গলারতীর মধ্যে দিয়ে উৎসবের শুরু হয়। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গনকে সুন্দরভাবে সাজিয়ে তোলা ছাড়াও সুদৃশ্য আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে কালীবাড়ী। মঙ্গলবার ভোর থেকেই ভক্তদের ঢল নেমেছে কালীবাড়ীতে। মায়ের কাছে পুজো দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে বহু ভক্ত কালীবাড়ীতে ভীড় জমায়। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মন্দির চত্বরে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা ও করা হয়।
শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা সংস্থার সম্পাদক তপন কুমার আচার্য্য জানান প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বিশেষ পুজো, হোম যজ্ঞ, গঙ্গা আরতী, সন্ধ্যা আরতী,মহাপ্রভুর অধিবাস, আতশবাজী প্রদর্শনী ছাড়াও পালাকীর্তনের আয়োজন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার উৎসবের শেষদিনে শারদীয়া স্মরণিকা পত্রিকার উন্মোচন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আনন্দময়ী কালীমাতা সংস্থা উৎসব কমিটির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী পুলক রায়।