রাত পোহালেই উলুবেড়িয় লোকসভা আসনের নির্বাচন

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- রাত পোহালেই উলুবেড়িয়া লোকসভা আসনের নির্বাচন। আর তার আগে রবিবার বিভিন্ন ডিসিআরসি সেন্টার থেকে ভোট গ্রহণের সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রের পথে রওনা দিলেন ভোট কর্মীরা। এবার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের ৬ টি ডিসিআরসি সেন্টার করা হয়েছে। উলুবেড়িয়া দক্ষিণ ও পূর্ব বিধানসভার সেন্টার হয়েছে কুলগাছিয়া ওম দয়াল ইঞ্জিনিয়ারিং কলেজে। উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের সেন্টার হয়েছে কুলগাছিয়া আইডিয়াল পাবলিক স্কুলে। শ্যামপুরের সেন্টার হয়েছে বেলপুকুর কলেজে। বাগনানের সেন্টার হয়েছে নবাসনের আনন্দ নিকেতনে। আমতার সেন্টার হয়েছে জয়পুর কলেজে এবং উদয়নারায়নপুরের সেন্টার হয়েছে উদয়নারায়নপুর কলেজে। যদিও এই লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে কুলগাছিয়া ওম দয়াল ইঞ্জিনিয়ারিং কলেজে।

এদিকে ভোট গ্রহণ শান্তিপূর্ণ করার লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে এবার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১৭ লক্ষ ৪১ হাজার ৪৩৮ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৮৫ হাজার ৩৬৯ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৫৬ হাজার ১২ জন। এই লোকসভা কেন্দ্রে তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৫৭ জন। জেলা নির্বাচন দপ্তর সূত্রে খবর এই কেন্দ্রে এবার ৮৫ বছরের উর্ধ্বে ভোটার আছেন ১১হাজার ৬৩৪ জন। ১৮-১৯ বছরের ভোটারের সংখ্যা ৪২ হাজার ৯২০ জন। ২০ থেকে ২৯ বছরের ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৭১ হাজার ৬ জন। এছাড়াও এই লোকসভা কেন্দ্রে ১১ হাজার ৫৮৩ জন বিশেষ চাহিদা সম্পন্ন ভোটার আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *