পাঁচলায় অভিষেকের নির্বাচনী জনসভা

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, পাঁচলা- সন্দেশখালি নিয়ে ফের বিজেপিকে তুলোধোনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের পাঁচলা নেতাজি সংঘের মাঠের জনসভা থেকে বিজেপিকে তুলোধনা করেন অভিষেক। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন সন্দেশখালি সন্দেশখালি করে ভারতবর্ষে হাওয়া তুলে বাংলার মানুষকে ছোট করার চেষ্টা করেছিল বাংলার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছিল বিজেপি। আজকে সন্দেশখালি প্রমাণ করে দিয়েছে যে বিজেপির দলটাই জালি। তিনি বলেন আপনারা ভাবুন একটা রাজনৈতিক দল এত নিচে নামতে পারে এত নির্লজ্জ এত নিকৃষ্ট মনের হতে পারে যে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বাংলার দশ কোটি মানুষকে দেশের ১৪০ কোটি মানুষের কাছে ছোট করেছে ভারতীয় জনতা পার্টি। আগামী ২০ তারিখ তৃণমূলকে ভোট দেওয়া মানে খালি মমতা বন্দ্যোপাধ্যায় আর জোড়া ফুলের প্রার্থীকে জেতানো নয়। যারা বাংলার মেয়েদের ছোট করেছে আমাদের এই মাটিকে কলুষিত কালিমা লিপ্ত কলঙ্কিত করেছে সেই বাংলা বিরোধীদের বাংলা থেকে বিতাড়িত করার লড়াই। 

  চাকরি যাওয়া নিয়েও বিজেপিকে এবং সিপিএমকে এক হাত নেন অভিষেক। গরীব লোক চাকরি পাচ্ছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চাকরি দিচ্ছে। আরেক দিকে সিপিএম বিজেপি নেতারা চাকরি নিচ্ছে। এদের কাছে তো দুটো ইস্যু ছিল একটা হচ্ছে চাকরি আর একটা সন্দেশখালি দুটো বেলুনে আলপিন ফুটে গেছে। আজ সত্যটা সামনে চলে এসেছে। অভিষেক বন্দোপাধ্যায় বলেন আপনি আপনার বাড়ির এলাকায় গিয়ে দেখুন কোন ভদ্রলোক সভ্য লোক মার্জিত লোক শিক্ষিত কোন ভালো বিজেপি করে না। যত লম্বা চোর ছেচর ঘুষখোর পাতাখোর জোচ্চোর সব বিজেপি করে। একটা ভালো বিজেপি করে না। এরা আগে সিপিএমের লাল জমা পড়ে ঘুরতো এখন জার্সিটা পাল্টেছে। নতুন বোতলে পুরোনো মদ। সিপিএমের হার্মাদরা এখন বিজেপির জল্লাদ হয়েছে। 

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আপনার সবার প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এই লোকসভা কেন্দ্রের মানুষের সর্বক্ষণের কর্মী সাথী ছিল সুলতান আহমেদ। সিবিআই দিয়ে অত্যাচার করে লোকটাকে প্রাণে মারা হয়েছে। সুলতান আহমেদের সহধর্মিনী আপনাদের কাছে শুধু ভোট চাইতে নয়। বিজেপিকে চূর্ণ বিচূর্ণ করার জন্য আশীর্বাদ দোয়া চাইতে এসেছে আপনারা সাজদা আমিরকে জিতাবেন আর উলুবেরিয়ার সার্ভিস উন্নয়নের দায়ী দায়িত্ব দায়ভার তৃণমূল কংগ্রেসের কাঁধে আমার কাঁধে আমি তুলে নিয়ে গেলাম কথা দিচ্ছি আপনাদের সকলের পাশে যেভাবে ছিলাম শেষ রক্তবিন্দু পর্যন্ত সেভাবেই মানুষের পাশে থেকে কাজ করে যাব।

 

               

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *