আমতায় তৃণমূলের মহিলা সম্মেলনে চন্দ্রিমা ভট্টাচার্য্য
ওরা বুঝতে পেরেছে দু অঙ্কের ডিজিট পার হতে পারবেনা। সেই কারনে কিছু করার জন্য পরিকল্পনা করছে। ধর্ষন না হওয়া সত্বেও ধর্ষনের ঘটনায় রুপান্তরিত করার কথা একজন মন্ডল সভাপতি ফাঁস করে দিয়েছেন। একদিকে নারী শক্তির কথা বলা হচ্ছে আর অন্যদিকে সেই নারী শক্তির অপমান করা হচ্ছে। এর থেকে লজ্জার আর কিছু হতে পারেনা। শনিবার বিকালে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদর সমর্থনে আমতায় তৃণমূলের মহিলা সম্মেলনে যোগ দিতে এসে এই কথা বলেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য। এদিন চন্দ্রিমা ভট্টাচার্য্য বলেন সন্দেশখালির চক্রান্তের ভিডিও মানুষ দেখেছে।
সন্দেশখালি সন্দেশখালি করে প্রধানমন্ত্রী ও বার্তা দিয়েছেন। যদিও সেটা যে একটা মিথ্যার উপর ভিত্তি করে বার্তা সেটাও সবাই দেখছে। মন্ডল সভাপতির কন্ঠস্বর বিকৃত করার প্রশ্নে চন্দ্রিমা ভট্টাচার্য্য বলেন ওসব বলে লাভ হবেনা। এই কথোপকতন ফোনে নয় তিনি বসে বসে বলছেন সেটা ভিডিওতে দেখা গেছে। তিনি বলেন নির্বাচনে জয় পরাজয় আছে। কিন্তু পরিকল্পনা করে মোবাইল টাকা পয়সা দিয়ে এইসব করা , ধর্ষন হয়নি ,কিন্তু ধর্ষনে রুপান্তরিত করাটা মানুষ ভালোভাবে মেনে নেবেনা বলেও জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য। এদিনের এই সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজি, তৃণমূল নেতা সেখ ইলিয়াস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।