বাগনানের রূপনারায়ন নদী থেকে উদ্ধার অলিভ রিডলে প্রজাতির কচ্ছপ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- শুক্রবার রাতে ৪০ কেজি ওজনের অলিভ রিডলে প্রজাতির কচ্ছপ উদ্ধার হল বাগনানের রূপনারায়ন নদীর পাড় থেকে। জানা গেছে এদিন রাতে বাগনানের বাকসীহাটের মানকুর শীতলাতলা এলাকায় কচ্ছপটিকে রূপনারায়ন নদীর পাড়ে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা রাজু কোটাল ও বাদল পাত্র। তারা কচ্ছপটিকে উদ্ধার করে বাগনান থানায় খবর দেয়। বাগনান থানার তরফে বন্যপ্রান সংরক্ষনকারী চিত্রক প্রামানিকের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে চিত্রক তার সঙ্গী ঝিন্দন প্রধান, সুমন্ত দাস ও তিতাস প্রধানকে নিয়ে এলাকায় পৌঁছে অলিভ রিডলে প্রজাতির কচ্ছপটিকে উদ্ধার করে। চিত্রক জানান মূলত প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরে এই ধরনের কচ্ছপ বসবাস করে। এরা পাশের রাজ্য উড়িষ্যার উপকূলে ডিম পাড়তে আসে। সেইমত কোন কারণে দিকভ্রান্ত হয়ে নদীতে চলে এসেছে।
এদিকে রূপনারায়ন নদী থেকে অলিভ রিডলে প্রজাতির কচ্ছপ উদ্ধারের খবর পাওয়ার পর রাতেই বন দপ্তরের কর্মীরা কচ্ছপটিকে উদ্ধার করে গড়চুমুক প্রানী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। বন দপ্তর সূত্রে খবর কচ্ছপটির চিকিৎসা চলছে। সুস্থ হলে তাকে পরিবেশে ছেড়ে দেওয়া হবে।