বাগনানের হিজলক নবারুন সংঘের বাসন্তী পুজো
নিজস্ব প্রতিনিধি,হাওড়া নিউজ ২৪, বাগনান- বাসন্তী পুজোর আজ সপ্তমী। আর এই পুজোকে কেন্দ্র করে এখন রীতিমত উৎসব বাগনানের হিজলক গ্রামে উৎসবের চেহারা। বাগনানে হিজলক আর পাতিনান পাশাপাশি দুটি গ্রাম আছে । কথিত আছে এই এলাকার বাসিন্দা প্রবীর শাষমল, তাপস মাইতি ও স্বর্গীয় কালীপদ অধিকারী দেবী বাসন্তীর স্বপ্ন দেখেন। আর তারপর থেকেই ধূমধাম সহকারে এই বাসন্তী পুজো হযে আসছে। এখন বাগনানের হিজলক গ্রামের নবারুন ক্লাব এই পুজো করে আসছে। এই পুজো এই বছর ৪৩ বর্ষে পদাপর্ন করল। ক্লাবের সম্পাদক সুরজিৎ দাস জানান বাসন্তী পুজো উপলক্ষ্যে ৫দিন ধরে নানা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।