উদয়নারায়নপুর কলেজে মিনি সংগ্রহশালা

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উদয়নারায়ণপুর- উদয়নারায়নপুরের মাধবীলতা মহাবিদ্যালয়ের লাইব্রেরীতে তৈরী করা হল মিনি সংগ্রহশালা। কলেজ সূত্রে খবর এই সংগ্রহশালায় ১৯৩৬ সালের আনন্দবাজারের রামকৃষ্ণ শতবার্ষিকী সংখ্যা, ১৯৫০ সালের যুগান্তরের  নেতাজী সংখ্যা, ১৯৪৭ সালের  ১৫ আগস্টের দি স্টেটসম্যান, টেলিগ্রাফ সংবাদপত্র রাখা হয়েছে। এছাড়াও উদয়নারায়নপুরের গড়ভবানীপুরের খননকার্যে পাওয়া একাধিক সামগ্রী , বেলজিয়ামের কাঁচের সুদৃশ্য জগ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে লেখে জমিদার রামপ্রসন্ন রায়ের চিঠির অনুলিপিও রাখা হয়েছে।

কলেজের এই মিনি সংগ্রহশালায়  রায়বাঘিনী রানী ভবশঙ্করী, রাজা উদয়নারায়ন রায়, কবি রায়গুনাকর ভারতচন্দ্র , মাধবীলতা দেবী, উলুবেড়িয়ার প্রথম সাংসদ ডাঃ সত্যবান রায়, শিল্পদোগী আলামোহন দাশকে নিয়ে করা হয়েছে “ উদয়নারায়নপুরের স্মরনীয় ব্যাক্তিত্ব “ ডিসপ্লে বোর্ড।  ১৩ টি মন্দির, জমিদার বাড়ির ছবি ও বিবরন, উদয়নারায়নপুর ও পাশ্ববর্তী এলাকার ঐতিহ্য ও পুরাকীর্তি “ নিয়ে তৈরী হয়েছে সুদৃশ্য ডিসপ্লে বোর্ড। কলেজের অধ্যক্ষ অরবিন্দ ঘোষ জানান যেকোন গবেষনার কাজে, আঞ্চলিক ইতিহাস চর্চায় উৎসাহী ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও সংস্কৃতি প্রেমীরা তাদের প্রয়োজনে কলেজের সংগ্রহশালায় আসতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *