কাশ্মীরে সিআরপিএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যু

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উদয়নারায়নপুর- কর্মরত অবস্থায় অস্বাভাবিক মৃত্যু হল সিআরপিএফের ৩ নং ইউনিটের ৩২ নং ব্যাটেলিয়ানের হেড কনস্টেবল বরুন দাসের (৩৯)। তিনি কাশ্মীরের বারামুল্লা জেলায় কর্মরত ছিলেন। শুক্রবার দুপুরে সিআরপিএফের তরফে উদয়নারায়নপুরের জয়নগরের মৃত জওয়ানের বাড়িতে  ফোন করে জানানো হয় ডিউটিরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেলের গুলিতে তার মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে খবর শনিবার রাতে তার মৃতদেহ গ্রামের বাড়িতে আসার কথা। অন্যদিকে স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই বাকরুদ্ধ বিজলি দাস।

বিজলি দাস জানান তার স্বামী ১৮ বছর  সিআরপিএফে চাকরি করছেন। তাদের একটি ১১ বছরের মেয়ে আছে। বর্তমানে সে একটি ইংরাজী মাধ্যম বিদ্যালয়ে পঞ্চম শ্রেনীতে পাঠরত। তিনি জানান বরুন আগে দিল্লিতে থাকলেও একবছর আগে স্বামী কাশ্মীরে পোস্টিং পায়। গত শনিবার পদোন্নতি হয়ে তিনি হেড কনস্টেবল পদে উন্নতি হয়েছিলেন । বিজলি দাস জানান শুক্রবর বেলা ১২টা ১৪ মিনিটে ফোনে আমার সঙ্গে আমার স্বামীর কথা হয়। এরপর দুপুর ১টা ৫৫ মিনিটে সিআরপিএফ অফিস থেকে ফোনে এই দুঃসংবাদ জানানো হয়। বিজলি দাস জানান সিআরপিএফ স্বামীর আত্মহত্যার কথা বললেও আমি সেটা মানতে নারাজ। তিনি জানান মৃত্যুর কয়েক ঘন্টা আগেও আমার সঙ্গে আমার স্বামীর কথা হলেও তার মধ্যে কোন মানসিক অবসাদের কোন লক্ষন আমি টের পাইনি। তাহলে কি করে আমি বিশ্বাস করব স্বামী আত্মঘাতী হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *