বাগনানে গাছ থেকে উদ্ধার বিপুল চোলাই
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- চোলাইয়ের বিরুদ্ধে অভিযানে গিয়ে রোদের মধ্যে আবগারি দপ্তরের কর্মীদের গায়ে বৃষ্টির ফোঁটা। যদিও বৃষ্টির ফোঁটায় চোলাই মদের গন্ধ। আর তাতেই অবাক আবগারি দপ্তরের কর্মীরা। উপরের দিকে তাকাতেই চোখে পড়ল গাছের মগডালে সার দিয়ে ঝুলছে চোলাই মদের বস্তা। গাছ থেকে উদ্ধার হল প্রায় ১৮০ লিটার চোলাই মদ। যার বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ টাকা।
আবগারি দপ্তর সূত্রে খবর মঙ্গলবার দুপুরে আবগারি দপ্তরের কর্মীরা বাগনানের খাদিনানে অভিযান চালায়। এদিন অভিযান চালানোর মাঝে আবগারি দপ্তরের কর্মীদের গায়ে বৃষ্টির ফোঁটা পড়ে। রোদের মধ্যে বৃষ্টি দেখে আবগারি দপ্তরের কর্মীরা উপরের দিকে তাকাতেই লক্ষ্য করে গাছের মগডালে সারি দিয়ে ঝুলছে চোলাই মদের বস্তা। এরপরেই তারা গাছে উঠে বিপুল পরিমানে চোলাই মদ উদ্ধার করে। আবগারি দপ্তরের কর্তাদের বক্তব্য তাদের নজর এড়াতেই চোলাই কারবারিরা গাছের মগডালে চোলাই লুকিয়ে রেখেছিল।