উলুবেড়িয়া কলেজে কম্পোস্ট সার তৈরীর কর্মশালা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- মিড ডে মিলের আনাজের খোসা দিয়ে কম্পোস্ট সার তেরীর পাইলট প্রোজেক্ট করেছিল উলুবেড়িয়া কলেজ কর্তৃপক্ষ। আর এবার সেই প্রকল্পে উলুবেড়িয়ার বিভিন্ন বিদ্যালয়কে যোগ করার লক্ষ্যে শুক্রবার উলুবেড়িয়া কলেজে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হল। এই কর্মশালায় বিদ্যালয়ের মিড ডে মিলের আনাজের খোসা ব্যবহার করে কিভাবে কম্পোস্ট সার তৈরী করা যায় সেই ব্যাপারে ছাত্রছাত্রীদের হাতে কলমে প্রশিক্ষন দেওয়া হয়।
উলুবেড়িয়া কলেজের অধ্যক্ষ দেবাশীষ পাল জানান বিদ্যালয়ের মিড ডে মিলের আনাজের খোসা দিয়ে কিভাবে সার বানানো যায় সেই ব্যাপারে একটা কর্মশালা অনুষ্ঠিত হল। আজ ৯টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই কর্মশালায় অংশ নিযেছিল। তিনি জানান বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই সার তৈরীর পর সেই সার বিদ্যালয়ের বাগানে ব্যবহার করবে। আর অব্যবহৃত সার তারা কলেজের কাছে বিক্রি করতে পারবে। কলেজ সেই সার কিনে নেব।
দেবাশীষ পাল জানান প্রাথমিকভাবে বিদ্যালয়গুলিতে পাইলট প্রকল্পের জন্য একটি করে মুখ ঢাকা কন্টেনার দিয়েছি। পরে বিদ্যালয়গুলি বাজার থেকে এই ধরনের কন্টেনার কিনতে পারবে। তবে এক্ষেত্রে কোন সমস্যা হলে উলুবেড়িয়া কলেজ তাদের সাহায্য করবে।