উলুবেড়িয়ায় বিশেষ গ্রাম সভায় মন্ত্রী পুলক রায়

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া -দীর্ঘ দুইবছর ‌কেন্দ্রীয় সরকারের বঞ্চনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের একশো দিনের বকেয়া মেটানোর উদ্যোগ নিয়েছেন। মানুষের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলে তাদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে হবে। শুক্রবার দুইদিনের বিশেষ গ্রাম সভার শেষদিনে উলুবেড়িয়া ১ নং ব্লকের হাটগাছা ২ নং গ্রাম পঞ্চায়েতে একশো দিনের বকেয়া মজুরি প্রদানের বিষয় কথা বলতে গিয়ে এই কথা বলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। মন্ত্রী বলেন আপনার এই হকের টাকার ক্ষেত্রে  যদি কেউ অসৎ উপায়ে কিছু করার চেষ্টা করে তাহলে আমরা তৎক্ষনাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক জানান উলুবেড়িয়া ১ নং ব্লকের ৯ টি গ্রাম পঞ্চায়েতে একশো দিনের ১০ হাজার ৩০৬ জন জনের বকেয়া ৬ কোটি ৩০ লক্ষ ৭ হাজার ৯৬৬ টাকা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *