উলুবেড়িয়ায় আন্দোলনে আশা কর্মীরা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবড়িয়া- একাধিক দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন করছে আশা কর্মী ইউনিয়ন। সেইমত শুক্রবার পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন গ্রামীন হাওড়া জেলার আশা কর্মীরা ওআন্দোলনে সামিল হল। এদিন আশা কর্মীরা উলুবেড়িয়া ষ্টেশন থেকে মিছিল করে এসে উলুবেড়িয়া মহকুমাশাসকের দপ্তরের সামনে আসেন। পরে তারা মহকুমা শাসকের কাছে ডেপুটেশান দেন। আশা কর্মীদের বক্তব্য এবারে আমাদের রাজ্য বাজেট নিয়ে অনেক প্রত্যশা ছিল। কিন্তু রাজ্য বাজেট আমাদের হতাশা করেছে। আশা কর্মীদের অভিযোগ আমাদের না পাওয়ার তালিকা ক্রমশঃ দীর্ঘ হচ্ছে। আমাদের এই সমস্যাগুলির সমাধান না হলে পোলিং ট্রেনিং না নেওয়া থেকে পোলিও ডিউটি বয়কটের মধ্য দিয়ে কাজ বন্ধের হুঁশিয়ারি দেন আশা কর্মীরা।