খাদ্যের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ নিয়ে আলোচনা সভা উলুবেড়িয়া কলেজে


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- ক্যান্সার রোগ প্রতিরোধে খাদ্যাভাস নিয়ে ছাত্রছাত্রীদের সচেতন করতে বৃহস্পতিবার উলুবেড়িয়া কলেজে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল। “ খাদ্যের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ “- শীর্ষক এই আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডঃ শঙ্কর কুমার নাথ। এদিন ডঃ শঙ্কর কুমার নাথ বলেন আধুনিক বিশ্বের কাছে ক্যান্সার ত্রাসসঞ্চারী মারন ব্যাধী। অথচ বিজ্ঞানের সাম্প্রতিক গবেষনা এবং চিকিৎসাপদ্ধতি প্রমান করেছে যে মানবদেহে ক্যান্সারের প্রবনতা চিহ্নিত করার পর নিয়ন্ত্রিত খাদ্যাভাস ক্যান্সার রোগ প্রকট হয়ে ওঠাকে বহুক্ষেত্রেই রুখে দেওয়া সম্ভব। ছাত্রছাত্রীদের এই ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।


কলেজের অধ্যক্ষ দেবাশীষ পাল বলেন বিজ্ঞানের প্রসার ও ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সচেতনতার উদ্দ্যেশে কলেজের আই কিউ এ সি এবং জাতীয় সেবা প্রকল্পের যৌথ উদ্যোগে দুইদিন ব্যাপী কলেজে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হল। বুধবার মানববন্ধন এবং সমাজের জন্য বিজ্ঞান বিষয়ে শপথ বাক্য এবং বৃহস্পতিবার স্বাস্থ্য সচেতনতার উদ্দ্যেশে আলোচনা অনুষ্ঠিত হয়।
