উলুবেড়িয়া বাইপাস রাস্তার কাজের সূচনা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- আগামী এক বছরের মধ্যে উলুবেড়িয়া বাইপাসের কাজ শেষ হবে। সোমবার উলুবেড়িয়া গঙ্গারামপুর মোড়ে বাইপাস রাস্তার কাজের সূচনা করতে এসে এই কথা বলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। এদিন মন্ত্রী বলেন গঙ্গারামপুর মোড় থেকে জেটিঘাটা পর্যন্ত ৩.৬৫ কিলোমিটার দীর্ঘ বাইপাস রাস্তা নির্মান ছাড়াও মেদিনীপুর ক্যানেলের উপর ২টি ঢালাই সেতু নির্মান করা হবে। এছাড়াও ৮টি কালভার্ট ও নির্মান করা হবে। পুলক রায় বলেন বাইপাস রাস্তাটি নির্মানের কাজ শেষ হলে উলুবেড়িয়াবাসীর দীর্ঘদিনের যানজটের সমস্যা মিটবে।
মন্ত্রী পুলক রায় বলেন রাজ্যে মা মাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পর থেকে উলুবেড়িয়া ষ্টেডিয়াম, উড়ালপুল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ, নার্সিং কলেজ সহ একাধিক উন্নয়নের কাজ হয়েছে। বাইপাস রাস্তা নির্মানের জন্য মেদিনীপুর ক্যানেলের পাড় ফাঁকা হওয়ার পর সেই জায়গাকে সৌন্দায়ার্যন করার জন্য উলুবেড়িয়া পুরসভাকে প্রস্তাব দেন মন্ত্রী পুলক রায়। অনুষ্ঠানের শেষে মন্ত্রী বাইপাস রাস্তার কাজ পরিদর্শন করেন। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, পূর্ত দপ্তরের আধিকারিকরা সহ অন্যান্যরা।