শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- শুক্রবার থেকে শুরু হল এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রশাসন সূত্রে খবর এইবছর হাওড়া জেলায় ৩৮ হাজার ৫৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। যার মধ্যে ১৫ হাজার ৫১৭ জন ছাত্র এবং ২৩ হাজার ৮২ জন ছাত্রী। এদিন সকাল থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের ভীড় লক্ষ্য করা যায়। পরে নির্দিষ্ট সময়ে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। এদিন প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা ব্যাবস্থা যথেষ্ট কড়াকড়ি ছিল।
অন্যদিকে এদিন শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে বসে পরীক্ষা দিলেন উলুবেড়িয়া ১ নং ব্লকের খড়িয়া ময়নাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বাসন্তী মহাপাত্র। তার সিট পড়েছিল পীরপুর উদয়চাঁদ উচ্চ বিদ্যালয়ে। এদিন চন্ডীপুরে উলুবেড়িয়া ১ নং ব্লক হাসপাতালে বসে পরীক্ষা দেয় ওই ছাত্রী।