শ্যামপুরের শিবগঞ্জে জেটির পল্টন ভেঙে বিপত্তি
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- শনিবার রাতে শ্যামপুর শিবগঞ্জ খেয়া পারাপার ঘাটের জেটির পল্টন ভেঙে বিপত্তি ঘটল। জানা গেছে শনিবার রাত ৯টা নাগাদ জোয়ারের সময় জেটির পল্টন ভেঙে যায়। জেটিটি সাধারন মানুষের ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। অস্থায়ীভাবে পাশের একটি জেটি ব্যবহার করে খেয়া পারাপারের কাজ চালানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান প্রতিদিন শ্যামপুরের শিবগঞ্জ ফেরি ঘাট দিয়ে নদী পেরিয়ে কয়েকশো মানুষ দক্ষিন ২৪ পরগনার নৈনানে যায়। জেটি ভেঙে যাওয়ায় মানুষের সমস্যা হচ্ছে। শ্যামপুর ১ নং ব্লকের বিডিও তন্ময় কার্জী জানান সংশ্লিষ্ট দপ্তরকে জেটি মেরামতের কথা বলা হয়েছে। দ্রুত মেরামতের কাজ শুরু হবে। সাধারন মানুষকে পুরাতন জেটি ব্যবহার করার কথা বলা হয়েছে।