আমতা সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি,হাওড়া নিউজ ২৪, আমতা- ১৩০ শয্যার আমতা গ্রামীন হাসপাতালের পর এবার ২৪০ শয্যার আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হল। বুধবার বিকেলে সাঁতরাগাছি থেকে নব নির্মিত আমতা সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। প্রশাসন সূত্রে খবর হাসপাতালটি নির্মান করতে ব্যায় হয়েছে ৩৭.৩০কোটি টাকা।
সুপার স্পেশালটি হাসপাতাল নির্মান প্রসঙ্গে অন্যতম কান্ডারী উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি জানান নবনির্মিত এই সুপার স্পেশালিটি হাসপাতালে রুগীদের স্বাচ্ছন্দের জন্য একাধিক লিফট, সিঁড়ি এবং র্যাম্প থাকছে। হাসপাতালে সিসিইউ,এনআইসিইউ, আইটিইউ, ডায়ালিসিসি ইউনিট ছাড়াও অত্যাধুনিক অপারেশন থিয়েটার সহ একাধিক উন্নত চিকিৎসা পরিষেবা থাকছে। হাসপাতালের চারিদিকে বাগান ও ভিতরের পুকুরকেও সৌন্দায়র্যন করা হবে।
ডাঃ নির্মল মাজি অভিযোগ করেন বাম আমলে এই হাসপাতালটি ভূতূড়ে বাড়িতে পরিনত হয়েছিল। সারাদিন অসামাজিক কার্জকম চলত হাসপাতাল চত্বর জুড়ে। ২ জন চিকিৎসক ছাড়া মাত্র ৪ জন নার্স ছিল। ফলে দূর্ভোগে পড়তে হত রুগী ও তাদের আত্মীয়দের। ২০১১ সালে নতুন সরকার ক্ষমতায় আসার পর হাসপাতালটিকে ধীরে ধীরে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। আগামীদিনে আমতা সুপার স্পেশালিটি হাসপাতালকে রাজ্যের মধ্যে মডেল হাসপাতাল হিসাবে গড়ে তোলার পরিকল্পনা আছে বলে জানান বিধায়ক নির্মল মাজি।