চেঙ্গাইল নেপালী ঘাটে নতুন জেটি
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- হগলী নদীপথে চেঙ্গাইলের নেপালী ঘাট থেকে পূজালি যাতায়াত করতে প্রচুর সমসার সম্মুখীন হতে হত। অবশেষে নিত্যযাত্রীদের দূর্ভোগ দূর করতে চেঙ্গাইলের নেপালী ঘাটে জেটি তৈরী করল রাজ্য সরকারের পরিবহন দপ্তর। প্রশাসন সূত্রে খবর জেটিটি নির্মান করতে ব্যায় হয়েছে ৩ কোটি ৬৪ লক্ষ টাকা। বুধবার সাঁতরাগাছি থেকে নব নির্মিত এই জেটি ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
সূত্রের খবর নেপালী ঘাটে জেটির উদ্বোধন হলেও পূজালির দিকে এখনোও জেটি তৈরী না হওয়ায় আপাতত ভুটভুটির মাধ্যমেই নদী পারাপার করা হবে। পরে পূজালির দিকে জেটি তৈরী হয়ে গেলে ভেসেল বা লঞ্চ চালানো হবে। অন্যদিকে নেপালী ঘাটে জেটি তৈরী হওয়ায় খুশী সাধারন মানুষ।