উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে আগুন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- শুক্রবার বিকালে ডায়ালেসিস বিভাগে আগুন লাগার ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়াল উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে। পরে দমকলের ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ্যের দাবি আগুনে কোন ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার বিকেলে মেডিকেল কলেজের ডায়ালেসিস বিভাগে ৪ জন রুগীর ডায়ালেসিস চলছিল। বিকেল ৪ টে নাগাদ আচমকাই বিকট একটা শব্দ হয় এবং ডায়ালেসিস বিভাগে আগুন লাগে। ধোওয়ায় ঢেকে যায় গোটা বিভাগ। ডায়ালেসিস করতে আসা রুগীদের বাইরে দ্রুত বের করে আনা হয়।
প্রাথমিকভাবে ডায়ালেসিস বিভাগে থাকা অগ্নির্নিবাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে দমকলের ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ডায়ালেসিস করতে আসা এক রুগী তারক দাস জানান ডায়ালিসিস করার সময় আচমকাই এসি মেশিন থেকে আগুন বের হচ্ছে দেখতে পাই। আতঙ্কে বাইরে বেরিযে আসি। উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ সনৎ ঘোষ জানান একটি এসি মেশিন থেকে আগুন লেগেছিল। দমকলের ২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে এনেছে। তবে আগুনে কোন ক্ষয়ক্ষতি হয়নি।