শেষ হল উলুবেড়িয়া বইমেলা


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- শেষ হল উলুবেড়িয়া বইমেলা। এবার বই বিক্রিতে রেকর্ড করল উলুবেড়িয়া বই মেলা। বুধবার রাতে উলুবেড়িয়া বইমেলার সমাপ্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস। বইমেলা কমিটি সূত্রে খবর এই বছর উলুবেড়িয়া বইমেলায় ২২ লক্ষ ৪০ হাজার ৭২ টাকার বই বিক্রি হয়েছে। উলুবেড়িয়া বইমেলা কমিটি সূত্রে খবর এবারে ছোট বড় মিলিয়ে ৬০টি প্রকাশনা সংস্থা এসেছিল। প্রসঙ্গত গত ১২ জানুয়ারি থেকে উলুবেড়িয়া পুরসভা প্রাঙ্গনে শুরু হয়েছিল উলুবেড়িয়া বইমেলা। মেলার উদ্বোধন করেছিলেন মন্ত্রী সিদিকু্ল্লা চৌধূরী এবং মন্ত্রী পুলক রায়।


