আমতায় শুরু ” বাংলা মোদের গর্ব “

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- “ বাংলা মোদের গর্ব “- অনুষ্ঠানের সূচনা হল মঙ্গলবার। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং হাওড়া জেলা প্রশাসনের সহযোগিতায় এদিন বিকালে আমতার বেতাই জয়ন্তী অ্যাথালেটিক ময়দানে এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলাশাসক পি দীপাপ প্রিয়া, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য্য, জেলা পরিষদের কর্মাধক্ষ্য সুলেখা পাঁজা, আমতার বিধায়ক সুকান্ত পাল, উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি, উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মন্ডল সহ অন্যান্যরা। প্রশাসন সূত্রে খবর তিনদিন ব্যাপী চলা এই অনুষ্ঠানে প্রদর্শনী ছাড়াও বিভিন্ন দপ্তরের রকমারী স্টল, স্বনির্ভর গোষ্ঠীর তৈরী নানাবিধ খাদ্যসামগ্রী সহ নানা জিনিষের স্টল থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *