উলুবেড়িয়ার ধান ক্রয় কেন্দ্রে নজরদাড়ি চালালেন বিডিও
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- ধান ক্রয় কেন্দ্রগুলিতে ধান ক্রয়ের সময় নজরদারি শুরু করেছে প্রশাসনিক আধিকারিকরা। সেইরকম বুধবার উলুবড়িয়া ১ নং ব্লকের কিষাণ মান্ডিতে ধান ক্রয় কেন্দ্রে গিয়ে নজরদারি চালালেন উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক। এদিন বিডিও জানান মূলত ফোড়েদের হাড থেকে কৃষকদের রক্ষা করতে এই নজরদাড়ি চালানো হচ্ছে। তিনি জানান উলুবেড়িয়া ১ নং ব্লকের যদুরবড়িয়ার কিষাণ মান্ডি ছাড়াও বাড়বেড়িয়া কেন্দ্র থেকে সরকারি ভাবে সহায়ক মূল্যে ধান ক্রয় করা হচ্ছে। এছাড়াও ব্লকের ৯টি অঞ্চলে মোবাইল ভ্যানের মাধ্যমে এলাকায় ঘুরে ঘুরে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয় করা হচ্ছে বলে জানান বিডিও এইচ এম রিয়াজুল হক।