খুলে গেল গড়চুমুক মিনি জু
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, গড়চুমুক- বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী মমমতা বন্দোপাধ্যায়ের হাত দিয়েই সর্বসাধারনের জন্য খুলে দেওয়া হল গড়চুমুক মিনি জু। এদিন কলকাতার একটি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে গড়চুমুক মিনি চিড়িয়াখানা উদ্বোধন করেন। অন্যদিকে গড়চুমুকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক পি দিপাপ প্রিয়া,হাওড়া জেলা পরিষদের সভাধিপতি অজয় ভট্টাচার্য্য,প্রিন্সিপাল অফ চিফ কনজারভেটার অফ ফরেস্ট দেবল রায় বিধায়ক কালীপদ মন্ডল, জেলা পরিষদের একাধিক কর্মাধক্ষ্য সহ বন দপ্তরের আধিকারিকরা। বন দপ্তর সূত্রে খবর শুক্রবার থেকে সাধারন মানুষ মিনি জু ঘুরে দেখতে পারবেন।
বন দপ্তরের আধিকারিকরা জানান গড়মচুমুক মিনি জুকে মিডিয়াম জুতে উন্নতি করার বিশদ পরিকল্পনা করা হযেছে। সেন্ট্রাল জু অথরিটির অনুমোদন পেলেই এই জুকে মিডিয়াম জুয়ে উন্নতি করা হবে। গড়চুমুক মিনি জুয়ের অন্যতম বৈশিষ্ট হল এখানে বাঘরোলের প্রজনন ক্ষেত্র তৈরী করা হচ্ছে। তিনি বলেন বাঘরোলের প্রজননের জন্য যে পরিকাঠামো প্রয়োজন সেই পরিকাঠামো এখানে আছে।
প্রসঙ্গত ইতিমধ্যে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে গড়চুমুক মিনি জুকে। পশু আখিদের এনক্লোজার তৈরীর পাশাপাশি সাধারন মানুষকে সচেতন করতে বোর্ড লাগানো হয়েছে। হরিন, কুমীর, পাইথন, ইগুয়ানা সহ বিভিন্ন পশুপাখি আনা হয়েছে। অন্যদিকে মিনি জু খুলে যাওয়ায় খুশী পর্যটকেরা।