বাঘরোল ধরতে খাঁচা পাতা হলো উলুবেড়িয়ায়
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- উলুবেড়িয়ার কাঁজিয়াখালি কর পাড়ার বাসিন্দাদের বাড়ি থেকে কয়েকদিন ধরেই হাঁস মুরগী খোওয়া যাচ্ছিল। পরে মঙ্গলবার দুপুরে একটি প্রানী ছাগলকে মুখে করে খড়িবনের দিকে টেনে নিয়ে যেতে দেখে চিতাবাঘের আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে বিকালে গ্রামে যান পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরা। গ্রামবাসীদের মুখ থেকে প্রানীটির বর্ননা শুনে তিনি বুঝতে পারেন প্রানীটি বাঘরোল। তিনি গ্রামবাসীদের বোঝান এবং বন দপ্তরে খবর দেন। সন্ধ্যায় গ্রামে পৌছয় বন দপ্তরের কর্মীরা। বাঘরোল ধরতে গ্রামে খাঁচা পাতা হয়। কিছুটা হলেও স্বস্তি ফেরে তাদের মধ্যে।