বি গার্ডেন ঘুটে দেখলো ৮০জন বিশেষভাবে সক্ষম পড়ুয়া

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- স্কুলের চার দেওয়ালে বাইরে বেরিয়ে শীতের রোদ গায়ে মেখে শনিবার উলুবেড়িয়া আনন্দভবন ডেফ এন্ড ব্লাইন্ড স্কুলের ৮০ জন বিশেষভাবে সক্ষম পড়ুয়া শিবপুরের আচার্য্য জগদীশচন্দ্র বসু উদ্ভিদ উদ্যান ঘুরে দেখল। সূত্রের খবর এদিন এইসব পড়ুয়াদের পাশাপাশি তাদের শিক্ষকদের টোটো করে গোটা বাগান ঘুরিয়ে দেখানো হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় দাস জানান মূলত পশ্চিমবঙ্গ সরকারের জীব বৈচিত্র্র্য পর্যবেক্ষন,পরিবেশ দপ্তরের আর্থিক সহযোগিতায় এই কর্মসূচী রুপায়িত হল। তিনি জানান এদিন বাগানের বিখ্যাত বটগাছ পড়ুয়াদের দেখানো হয়। ইতিহাস বর্ননা করা হয়। এই ধরনের নতুন অভিজ্ঞতায় পড়ুয়ারা খুব খুশী বলে জানান অজয় দাস। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *