ডিহিমন্ডলঘাট ১ নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গ্রামসভা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- শ্যামপুরের ডিহিমন্ডলঘাট ১ নং গ্রাম পঞ্চায়েতকে স্বচ্ছ এবং নির্মল গ্রাম পঞ্চায়েত হিসাবে পড়ে তোলার লক্ষ্যে গ্রামসভায় প্রস্তাব গৃহীত হয়। সম্প্রতি ডিহিমন্ডলঘাট ১নং গ্রাম পঞ্চায়েতের গ্রামসভায় পঞ্চায়েতের ১৫টি সংসদের বাসিন্দাদের উপস্থিতিতে এই প্রস্তাব গৃহীত হয়। এই গ্রামসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিহিমন্ডলঘাট ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত দাস, উপপ্রধান সুদীপ কুমার বেরা সহ অন্যান্যরা।
গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুদীপ কুমার বেরা জানান স্বচ্ছ নির্মল গ্রাম পঞ্চায়েত গোড়ে তোলার লক্ষ্যে পাড়ায় পাড়ায় ডাস্টবিন দেওয়া হবে। সাধারন মানুষকে ওই ডাস্টবিনে ময়লা ফেলাতে বলা হবে। আমরা এইসব ময়লা সংগ্রহ করে কঠিন বর্জ্য নিস্কাশ প্রকল্প স্থলে নিয়ে আসব। গ্রাম পঞ্চায়েত এলাকায় সোলার আলো লাগানো হবে। উপপ্রধান জানান গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল পৌছে দেওয়ার কাজ শুরু হয়েছে। সেচের সুবিধার জন্য এলাকার খাল কাটানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সুদীপ কুমার বেরা।