প্রতারনার শিকার বাগনানের বেসরকারি ব্যাঙ্কের গ্রাহক
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- বাগনানের বেসরকারি ব্যাঙ্কের এক গ্রাহকের ফিক্সড ডিপোজিটের ১ লক্ষ টাকা সহ সেভিংস এ্যাকাউন্টের ২৫ হাজার টাকা ও হাতিয়ে নিল প্রতারকরা। প্রতারনার ঘটনায় বাগনান থানা ও ব্যাঙ্কের দারস্থ হয়েছেন বেসরকারি ব্যাঙ্কের ওই গ্রাহক। জানা গেছে বাগনানের গোপালপুরের বাসিন্দা স্বর্নলতা মাজির বাগনানের একটি বেসরকারি ব্যাঙ্কে এ্যাকাউন্ট আছে। গত মাসে তিনি ওই ব্যাঙ্কে ১ লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিট করেন।
গৃহবধূর স্বামী বুলবুল মাজি জানান সোমবার সকাল ১১ টা নাগাদ স্ত্রীর মোবাইলে কয়েকটি মেসেজের পাশাপাশি পরপর কয়েকটি ওটিপি আসে। এবং তার কয়েক মিনিটের মধ্যে তিন দফায় ১ লক্ষ ২৫ হাজার টাকা তুলে নেওয়ার মেসেজ ঢোকে। বুলবুল মাজি জানান এরপর আমি ও আমার স্ত্রী প্রথমে ব্যাঙ্কে ও বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করি। কোন ওটিপি শেয়ার না করে, কিভাবে এই টাকা প্রতারকরা হাতিয়ে নিল সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। অন্যদিকে স্বর্নলতা মাজি জানান মোবাইলে ওটিপি আসলেও কোন ওটিপি শেয়ার করিনি এমনকি কোন লিঙ্ক ও শেয়ার করিনি। তাহলে কিভাবে প্রতারকরা টাকা হাতিয়ে নিয়ে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।