বাগনানে সচেতনতা পদযাত্রা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- সরকারি প্রতিষ্ঠানের ২০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করার ব্যাপারে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি তাদের সর্তক করাতে সচেতনতামূলক পদযাত্রা করল বাগনান ১ নং ব্লক প্রশাসন। সোমবার প্রশাসনের উদ্যোগে বাগনানের বিভিন্ন এলাকায় প্রচার চালানো হয়। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগনান ১ নং ব্লকের বিডিও মানস গিরি, বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধক্ষ্য সমীর সামন্ত, বাগনান ১ নং ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক মহম্মদ সানাউল্লা সহ অন্যান্যরা।
সমীর সামন্ত জানান বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সেনের নির্দেশে সরকারি প্রতিষ্ঠানের ২০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধে এই অভিযান করা হয়েছে। তিনি জানান সোমবার ব্যাবসায়ীদের এই ব্যাপারে সর্তক করা হয়েছে। যদিও এরপরেই সরকারি নির্দেশ উপেক্ষা করে সরকারি প্রতিষ্ঠানের ২০০ মিটারের মধ্যে কেউ তামাকজাত দ্রব্য বিক্রি করলে তাকে জরিমান করা হবে বলে জানান সমীর সামন্ত।