বাগনানে বাঘেশ্বরী দেবীর পুজো
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান-বাগনান কাছারিপাড়ায় বাঘেশ্বরী দেবীর বাৎসরিক পুজো। আর এই পুজোকে ঘিরেই সোমবার ঘিরে ভক্তদের ঢল নামল বাঘেশ্বরী মন্দিরে। এদিন সকালে দামোদর নদী থেকে বর্নাঢ্য শোভাযাত্রা করে জল নিয়ে আসার পর মন্দিরে পুজো শুরু হয়। সারাদিন পুজো পাঠের পাশাপাশি ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়। পুজোয় বাঘেশ্বরী দেবীকে সোনার অলঙ্কারে সাজানো হয়। এদিন খিচুড়ি, ভাজা, তরকারি, চাটি, পায়েস মিষ্টি ভোগ দেওয়া হয়। পুজো উপলক্ষ্যে তিনদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাঘেশ্বরী মন্দির কমিটির সদস্য চন্দ্রনাথ বসু জানান বাগনানের এই বাঘেশ্বরী দেবী শুধু বাগনানের নয় সারা বাংলার। দেবীর পুজোয় রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর ভক্ত উপস্থিত হয়। বাংলাদেশ থেকেও ভক্তদের আগমন ঘটে। পুজো উপলক্ষ্যে পরিবেশ বান্ধব আতস বাজী প্রদর্শনী ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান চন্দ্রনাথ বসু।