জগদ্ধাত্রী পুজোয় বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য অভিনব উদ্যোগ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- নিজেদের চেনা গন্ডীর বাইরে গিয়ে শপিং মলে নিজের পচ্ছন্দ মত নতুন জামাকাপড় কেনা। এরপর শহরের নামী রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া। শেষে মিনি জু ঘুরে দেখা। বৃহস্পতিবার এইভাবেই দিনটা কাটালো উলুবেড়িয়া আনন্দভবন ডেফ এন্ড ব্লাইন্ড স্কুলের ৩০ জন বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা।
বাগনান যুবক বৃন্দের জগদ্ধাত্রী পুজো এবার ২৫ তম বর্ষে পদাপর্ন করল। ক্লাবের সদস্যরা পুজোতে নানা অনুষ্ঠানের পাশাপাশি বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে সারাদিন কাটানোর পরিকল্পনা করেছিলেন। সেইমত বৃহস্পতিবার সকালে উলুবেড়িয়ার আনন্দ ভবন ডেফ এন্ড ব্লাইন্ড স্কুলের ৩০ জন বিশেষ ভাবে সক্ষম পুড়ুয়াদের নিয়ে বাসে চেপে বেরিয়ে পড়ে ক্লাবের সদস্যরা। প্রথমে শহরের একটি নামী শপিং মলে নিয়ে গিয়ে তাদের পচ্ছন্দের মত জামাকাপড় কেনা। তারপরে একটি রেস্টুরেন্টে গিয়ে মধাহ্ন ভোজন। শেষে গড়চুমুক মিনি জু তে গিয়ে পশু পাখি দেখা।
ক্লাবের সদস্য চিত্রক প্রামানিক জানান এই বছর আমাদের ক্লাবের জগদ্ধাত্রী পুজো ২৫ বছরে পড়ল। আর সেই কারণে এইসব বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আমাদের এই পরিকল্পনা।