বৃদ্ধার পেনশনের টাকা ছিনতাই, গ্রেপ্তার অভিযুক্ত
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, জগৎবল্লভপুর- এক বৃদ্ধার কাছ থেকে পেনশনের টাকা ছিনতাই এর অভিযোগে তদন্তে নেমে মঙ্গলবার রাতে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও জগৎবল্রভপুর থানার পুলিশ উদয়নারায়নপুরের পেঁড়ো থানার রতনপোতা পূর্ব পাড়া থেকে হিরন্ময় মান্না নামে এক যুবককে গ্রেপ্তার করল।
পুলিশ প্রশাসন সূত্রে খবর দিন ১৫ আগে জগৎবল্লভপুরের বাসিন্দা ওই বৃদ্ধা স্থানীয় একটি ব্যাঙ্ক থেকে তার পেনশনের ২০ হাজার টাকা তুলেএকটি ব্যাগে করে সেই টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ জগৎবল্লভপুর থানার শংকরহাটি ঘোষপাড়ার কাছে ওই বৃদ্ধা আসলে বাইকে চেপে আসা অভিযুক্ত যুবক বাইক দিয়ে বৃদ্ধাকে ধাক্কা মেরে রাস্তার পাশে ঝোপে ফেলে দেয়। পরে তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। অন্যদিকে বৃদ্ধা পড়ে গেলে তার মাথা পেটে যায়। পরে তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে বৃদ্ধাকে উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীন হাসপাতালে গিয়ে যায়। এরপর বৃদ্ধা জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগ দাযের করলে পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার রাতে হিরন্ময় মান্নার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে এবং বাইকটি বাজেয়াপ্ত করে।