ঝিকিরায় ৫ কোটি টাকা ব্যায়ে জল প্রকল্প

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- আমতা ২ নং ব্লকের ঝিকিরা গ্রাম পঞ্চায়েতের শিবগাছিয়া মৌজায় বাড়ি বাড়ি পানীয় জল পৌছে দেওয়ার লক্ষ্যে বুধবার থেকে কাজ শুরু করল জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর। এদিন এই প্রকল্পের কাজের সূচনা করেন আমতার বিধায়ক  সুকান্ত পাল। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর সূত্রে খবর এই প্রকল্পে শিবগাছিয়া মৌজায় ১২.৫০ কিলোমিটার পাইপ লাইন পাতা হবে। পাশাপাশি ২টি সুগভীর নলকূপ খনন ও একটি ১ লক্ষ লিটার জল ধারন ক্ষমতা সম্পন্ন সুউচ্চ জলাধার নির্মান করা হবে। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর সূত্রে খবর প্রকল্পটি নির্মান করতে ব্যায় হবে আনুমানিক ৫ কোটি টাকা।

বিধায়ক সুকান্ত পাল জানান রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ করছে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর। সেইমত আমতা ২ নং ব্লকের বিভিন্ন মৌজায় এই কাজ হচ্ছে। শিবগাছিয়া মৌজায় এই জল প্রকল্পের কাজ শেষ হলে এই এলাকার ৭৬১ টি পরিবার উপকৃত হবেন। আগামী ৬ মাসের মধ্যে জল প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান বিধায়ক সুকান্ত পাল।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *