তিল কাছিম ও সাপ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- একটি ৬ কেজি ও একটি ১৫ কেজি ওজনের দুটি ময়ুরী বা তিল কাছিম উদ্ধার করল পরিবেশকর্মীরা। জানা গেছে সোমবার সকালে আমতার সারদা গ্রামের বাসিন্দা পরিমল প্রামানিক জমির পাশে একটি ৬ কেজি ওজনের কাছিম দেখতে পেয়ে সেটি বাড়িতে নিয়ে আসেন। পরে তিনি পরিবেশকর্মী চিত্রক প্রামানিকে খবর দিলে চিত্রক, সুমন্ত দাস ও ইমান ধারা কাছিমটিকে উদ্ধার করে জলাশয়ে ছেড়ে দেয়। অন্যদিকে বাগনানের চন্দ্রভাগ গ্রামের বাসিন্দা প্রবীর মান্না মাছ ধরার জন্য খালে লোহার মুগরি পাতেন। সেখানেই ১৫ কেজি ওজনের একটি কাছিম আটকে পড়ে। সোমবার সকালে খবর পেয়ে চিত্রক সুমন্ত, ইমন ও রঘুনাথ মান্না কচ্ছপটিকে উদ্ধার করে জলাশয়ে ছেড়ে দেয়।
অন্যদিকে রবিবার রাতে আমতার বাকসীহাট গ্রাম পঞ্চায়েতের কোটাই গ্রামের বাসিন্দা তাপস মন্ডলের মুগরিতে একটি পদ্ম গোখরো আটকে পড়ে। পরে খবর পেয়ে মেরিনার্স এরিনা ফাউন্ডেশনের সদস্য দেবরাজ আড়ু সহ অন্যানরা সাপটিকে উদ্ধার করে পরিবেশে ছেড়ে দেয়।