লক্ষী পুজোয় জমজমাট খালনা ও জোকা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- দুর্গা পুজোর পর এবার লক্ষী পুজো। আর লক্ষী পুজোকে কেন্দ্র করে এখন উৎসবের চেহারা জয়পুরের খালনা ও বাগনানের জোকা গ্রাম। এই দুটি গ্রামের লক্ষী পুজোর এতটাই বিখ্যাত যে লোকমুখে এখন এই দুটি গ্রাম লক্ষী গ্রাম হিসেবে পরিচিত। খালনা ও জোকা গ্রামে গেলেই এখন চোখে পড়বে লক্ষীপুজার মন্ডপ তৈরীর কাজের ব্যস্ততা তুঙ্গে। থিমের মোড়কে সেজে উঠছে একের পর এক মন্ডপ। যেমন খালনা ক্ষুদিরায়তলা কোহিনুর ক্লাবের এবারের তাঁদের থিম হলো “দি জঙ্গল বুকে”র মুগলির চরিত্র। পশ্চিম খালনা রাজবংশী পাড়া বারোয়ারি লক্ষীপুজোর এবারের থিম “বেতার তরঙ্গ”।খালনা আমরা সবাই তুঙ্গারনাথের মন্দিরের আদলে মন্ডপ তৈরি করেছে। আমরা সকল ক্লাবের পক্ষ থেকে এবারের তাঁদের থিম “সহজ পাঠ”।
অন্যদিকে বাগনানের জোকা ইন্টারন্যাশানালের এবারের থিম পাখিদের মুক্ত জীবন। জোকা ক্লাব সৃষ্টির এবারের ভাবনা হস্ত শিল্প। পাট ও চট দিয়ে তাদের মন্ডপ সাজিয়ে তুলেছে জোকা শীতলামাতা সংঘ। জোকা অ্যাকশান কমিটি মানব জীবনের বিভিন্ন পার্থক্য তুলে ধরেছে। জোকার পাওয়ার সংঘ এবার জলপরী রুপে দেবীকে তুলে ধরেছে। নেতাজী সংঘ এবার গামছার প্রতিমা তৈরী করেছে। ভাই ভাই সংঘের প্রতিমা ঝিনুক দিয়ে তৈরী করা হয়েছে।