উলুবেড়িয়া ২ নং ব্লকের পুজো কমিটিদের হাতে চেক
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- শারোদৎসবে বিভিন্ন পুজো কমিটিগুলিকে এই বছর রাজ্য সরকারের পক্ষ থেকে ৭০ হাজারটাকা করে অনুদান দেওয়া হয়েছে। ইতিমধ্যে একাধিক পুজো কমিটির হাতে সেই চেক তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার উলুবেড়িয়া ২ নং ব্লকে একটি অনুষ্ঠানে ব্লকের ৪৭টি পুজো কমিটির হাতে এই চেক তুলে দেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজ। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া ২নং ব্লকের বিডিও অতনু দাস, উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মালেখা খাতুন, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শেখ ইলিয়াস, রাজাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ ব্লকের পুজো কমিটির সদস্যরা।
এদিন বিধায়ক নির্মল মাজি পুজো কমিটিগুলির উদ্দ্যেশে বলেন দুর্গা পুজোর আনন্দের মাঝে প্রবীণ বয়স্ক ব্যাক্তিদের কথা ভূলে গেলে চলবেনা। আর সেই কথাটা মাথায় রেখে পুজো মন্ডপে ডিজে না বাজানোর পাশাপাশি শব্দবাজি না ফাটানোর বার্তা দিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি। অন্যদিকে এদিন প্রশাসনের পক্ষ থেকে পুজো কমিটিগুলির কাছে পুজো মন্ডপে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে সচেতনতার প্রচার চালানোর আহবান জানানো হয়।