দুর্গা পুজোর কার্নিভাল নিয়ে উলুবেড়িয়া পুরসভায় বৈঠক
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- পিতৃ পক্ষের শেষে দেবী পক্ষের সূচনা। কার্যত শনিবার থেকেই শারোদৎসবের ঢাকে কাঠি পড়বে। অন্যদিকে শারোদৎসবের শেষে পুজো কমিটিগুলির দুর্গা প্রতিমা নিয়ে গত বছর থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে কার্নিভাল। আর কার্নিভালের আগে উলুবেড়িয়া পুরসভার পুজো কমিটিগুলিকে নিয়ে শুক্রবার বিকেলে উলুবেড়িয়া পুরসভায় একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার মহকুমাশাসক সৌম্য চট্টোপাধ্যায়, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, হাওড়া গ্রামীণ জেলা পুলিসের অতিরিক্ত পুলিস সুপার ইন্দ্রজিৎ সরকার, উলুবেড়িয়ার এসডিপিও সিদ্ধার্থ ধাপোলা সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা.বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা ও উলুবেড়িয়া পুরসভার বিভিন্ন পুজো কমিটির সদস্যরা।
প্রশাসন সূত্রে খবর আগামী ২৬ অক্টোবর উলুবেড়িয়া শহরে দুর্গা পুজোর কার্নিভাল হবে। এদিন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস জানান আগামী ২৫ অক্টোবরের মধ্যে যেসব পুজো কমিটি কার্নিভালে অংশ নেবেন না তাদের প্রতিমা নিরঞ্জন করতে হবে। চেয়ারম্যান জানান এবারে শহরের ১৫টি পুজো কমিটি কার্নিভালে অংশ নিচ্ছে। চেয়ারম্যান অভয় দাস জানান শনিবার বিকালে উলুবেড়িয়া নোনা অ্যাথালেটিক ক্লাবের পুজো মন্ডপ থেকে উলুবেড়িয়ার ৭৬টি দুর্গা পুজো কমিটির হাতে সরকারি অনুদান দেওয়া হবে।